পাটনা, ১৭ ফেব্রুয়ারি।। বিরোধী জোট ও বিরোধী জোটের নাম নিয়ে নিজের অসন্তোষের কথা জানালেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। শনিবার সকালে পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেছেন, বিহারের জনগণের জন্য কাজ করছি, আর তাই চালিয়ে যাব। অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে যে তাঁর আর নেই, সেটাও বুঝিয়ে দিয়েছেন নীতীশ।
বিরোধীদের আইএনডিআই জোট থেকে মুখ ফিরিয়েছেন ন্যাশনাল কনফারেন্স-এর ফারুক আব্দুল্লাহ এবং আরএলডি-র জয়ন্ত সিং। এ বিষয়ে নীতীশ কুমার বলেছেন, আমি অনেক চেষ্টা করেছিলাম। জোটের জন্য এই নামের পক্ষেও ছিলাম না আমি।
আমার মাথায় অন্য নাম ছিল। এখন আমি বিহারের জনগণের জন্য কাজ করছি, আর তাই চালিয়ে যাব। আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ”দ্বার-মুক্ত” মন্তব্য প্রসঙ্গে এদিন নীতীশ কুমার বলেছেন, সবকিছু ঠিকঠাক যাচ্ছিল না, তা আমি তাঁদের ছেড়ে দিয়েছি।