আগরতলা, ১৩ ফেব্রুয়ারী।। আগামীকাল ১৪ ফেব্রুয়ারী বাগদেবীর আরাধনায় মেতে উঠবে বিদ্যার্থীরা। এই দিনের জন্য অপেক্ষায় থাকে ছাত্র ছাত্রীরা। একটি দিনের জন্য পড়ালেখা গন্ডি থেকে বেরিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠে ছাত্র ছাত্রীরা। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই বাগ দেবীর আরাধনায় মেতে উঠবে।
মঙ্গলবার দুপুর থেকে প্রতিটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বাগ দেবী তথা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে বরণ করে নিয়ে যাচ্ছে বিদ্যালয়ের পূজা মন্ডপে। শুধুমাত্র বিদ্যালয়ে না বিভিন্ন ক্লাব সংস্থা থেকে শুরু করে বাড়ি ঘরেও বাগদেবীকে বরণ করে নিয়ে যাচ্ছে এমনই চিত্র দেখা গেল রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।
বাগদেবী আরাধনা ব্রতী হলেন বিলোনিয়া বানকর নদীর উত্তর পাড়ে লিটল এঞ্জেল ইংলিশ মিডিয়াম স্কুল ও কলা বিতান। বিলোনিয়া লিটল এঞ্জেল ইংলিশ মিডিয়াম ও কলা বিতানের খুদে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিল্পীরা এক রেলীর মধ্যে দিয়ে দেবী সরস্বতীকে বরণ করে স্কুলে নিয়ে যায়। স্কুলের কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানাতে গিয়ে বলেন মা যেন সকলকে শুভবুদ্ধি প্রদান করে এবং সকলের মঙ্গল কামনা করেন।