সোনামুড়া, ১৩ ফেব্রুয়ারী।। একদিকে নির্মাণ কাজে গাফিলতি, অন্যদিকে চালকের গাফিলতি। দুর্ঘটনা গ্রস্থ একটি বোলেরো ম্যাক্সি ট্রাক। ঘটনা সিপাহীজলা জেলার সোনামুড়ার রবীন্দ্রনগর শান্তিপল্লী এলাকায়।
জানা গিয়েছে, দীর্ঘদিন যাবত সোনামুড়া সংহতি সেতুর পর থেকে শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজের শ্লথ গতি এবং হঠকারী সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে কতিপয় যান চালকদের বেপরোয়া যান চালানোয় প্রতিনিয়তই দুর্ঘটনা হচ্ছে সড়কটিতে। ধুলোবালি সহ দুর্ঘটনার ভয়ে তটস্থ পড়শিরা।
মঙ্গলবার বিকেলে রবীন্দ্রনগরের দিক থেকে সোনামুড়ার দিকে যাওয়ার পথে টিআর-০৭সি-১৮৯১ নম্বরের বোলেরো ম্যাক্সি ট্রাকটি অতিরিক্ত গতির কারণে সামনে গর্ত লক্ষ্য না করেই দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা সাত জন যাত্রী আহত হয়। যার মধ্যে একটি শিশুও রয়েছে। যার অবস্থা আশঙ্কাজনক। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় এবং পরবর্তী সময়ে পুলিশ এসে বিষয়টি তদন্ত করেন।
অভিযোগ কোন প্রকার সতর্কতা অবলম্বন ছাড়াই দেদার কাজ করে যাচ্ছে সড়ক নির্মাণকারী সংস্থা। আর যার ফলস্বরূপ এই দুর্ঘটনা। এলাকাবাসীর অভিমত সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করে যেন নির্মাণ কাজ করা হয় এবং যান চালকরাও যেন সাবধানতা অবলম্বন করেই যানবাহন চালান।