আগরতলা, ১৩ ফেব্রুয়ারী।। দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, সংকল্প প্রকল্প, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন দপ্তরের দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে যুবক যুবতীদের প্রশিক্ষিত করা হচ্ছে। মঙ্গলবার আগরতলায় আনন্দনগরে মহিলাদের জন্য জাতীয় দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠান তথা এনএসটিআই এর নতুন ক্যাম্পাসের দ্বারোদঘাটন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা একথা বলেন।
ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়নমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্বভার গ্রহণের পর দেশের মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই ফলে শিক্ষার সুযোগ গ্রহণ করার ক্ষেত্রে মহিলাদের অংশীদারিত্ব বিগত সময়ের তুলনায় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, সবকা সাথ সবকা বিকাশের জন্য নারী ও পুরুষদের সমান বিকাশ প্রয়োজন। তাই কেন্দ্র ও রাজ্য সরকার প্রথম থেকে নারীদের সার্বিক বিকাশে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে আলোচনায় কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, বিগত কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির সময়ে মহিলাদের সকল ক্ষেত্রেই উপেক্ষা করা হয়েছিল। কিন্তু বর্তমানে এই দিব্য ভারত, ভব্য ভারতে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে চলছে।
প্রসঙ্গত, ইনস্টিটিউটটি ৪.১ একর এলাকায় মোট ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে একাডেমিক ব্লক, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক ও ১৬ কক্ষ বিশিষ্ট হোস্টেল। এই প্রতিষ্ঠানে কসমেটোলজি, পোশাক তৈরি, ইংরেজি ভাষায় দক্ষতা, ক্যাটারিং ও হসপিটালিটি, কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লিকেশন ও অফিস ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বর্তমানে এই প্রতিষ্ঠানে ১০২ জন প্রশিক্ষণার্থী রয়েছেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রশিক্ষণার্থীর সংখ্যা ২০০তে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের ২ এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।