গন্ডাছড়া, ৭ ফেব্রুয়ারী।। তিনদিন যাবৎ নিখোঁজ ধলাই জেলার গন্ডাছড়ার মুহিনীপাড়ার বাহান্ন বছরের এক জনজাতি ব্যক্তি। নিখোঁজ ওই ব্যক্তিকে খোঁজে পেতে মুহিনীপাড়ার জঙ্গল থেকে গভীর জঙ্গলে তল্লাশি জারি রেখেছে সংশ্লিষ্ট পাড়ার লোকজন। নিখোঁজ ব্যক্তির বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলে মিলেছে নিখোঁজ ব্যক্তির পায়ের জুতো এবং গ্যাস লাইটার। ফলে সংশ্লিষ্ট পাড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যথেষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। বাহান্ন বছরের ওই জনজাতি ব্যক্তি কি নিজেই ইচ্ছাকৃত নিখোঁজ হয়েছেন নাকি তাকে নিখোঁজ করে দেওয়া হয়েছে তানিয়ে চলছে তুমুল জল্পনা।
বুধবার নিখোঁজা ব্যক্তির বাড়িতে পৌঁছেছেন গন্ডাছড়া থানার পুলিশ এবং টিএসআর জওয়ানরা। সাধারণ মানুষের পাশাপাশি পুলিশও নেমেছেন তল্লাশিতে। নিখোঁজ ব্যক্তির বাড়িতে দেখা দিয়েছে অজানা নীরব নিস্তব্ধতার ছবি। জানা গিয়েছে, ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের নারায়ণপুর এডিসি ভিলেজের অন্তর্গত মুহিনীপাড়ার স্থায়ী বাসিন্দা বছর বাহান্নের আথুই মগ। সংসারে স্ত্রী ছেলে এবং ছেলের বৌ বর্তমান। বাড়িতে কয়েকটি ছাগল সহ হাঁস মোরগ পালন করতেন আথুই মগ। চলতি মাসের চার তারিখ নিজের পালিত ছাগলগুলি বাড়িতে না আসায় পাঁচ ফেব্রুয়ারী ভোর নাগাদ ছাগল খোঁজতে বের হন আথুই মগ। এমনটাই জানান পরিবারের লোকজন।
এরপর সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও আথুই মগের কোন খোঁজ পাচ্ছিলনা পরিজনরা। পাড়া প্রতিবেশীরা একযোগে জঙ্গল থেকে গভীর জঙ্গলে নিখোঁজ আথুই মগকে খোঁজে পেতে শুরু করে তল্লাশি। সাত ফেব্রুয়ারী পরিবারের তরফে গন্ডাছড়া মহকুমা থানায় নিখোঁজ ডাইরি করেন। সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে গ্রাবাসীদের সঙ্গে তল্লাশিতে নামে পুলিশ এবং টিএসআর জওয়ানরা। সংবাদ লেখা পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি আথুই মগকে।