ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গন্ডাছড়া থানার উদ্যোগে গুচ্ছ কর্মসূচি

গন্ডাছড়া, ৭ ফেব্রুয়ারী।। ১৮৭৩ সাল থেকে ২০২৪ইং। মাঝের ১৫০টি বছর। বহু ঘাত প্রতিঘাত পাড় হতে হয়েছে। বহু শত্রুর মোকাবেলা করতে হয়েছে। যা বর্তমানেও জারি রয়েছে। খাঁকি উর্দির কর্তব্য পালনের পাশাপাশি বহু সমাজসেবায়ও নিজেদের বিলিয়ে দেওয়ার নজির রয়েছে ত্রিপুরা পুলিশের। ১৮৭৩ সালে রাজ্য পুলিশের পথ চলা শুরু হয়েছিল। পূর্ণ হল ১৫০ বছর।

ত্রিপুরা পুলিশের ১৫০বছর পূর্তিতে গোটা রাজ্যে চলছে নানা কর্মসূচি। ম্যারাথন দৌড়, বসে আঁকো প্রতিযোগীতা, প্রয়াস সহ আরো বহু কর্মসূচি হাতে নিয়েছে রাজ্যের পুলিশ। ১৫০ বছর পূর্তিকে যথাযোগ্য সম্মান জানাতে ধলাই জেলার বিভিন্ন থানায় চলছে বিভিন্ন কর্মসূচি। গন্ডাছড়া মহকুমা থানাও ব্যতিক্রম নয়। গন্ডাছড়া মহকুমা থানার উদ্যোগে সপ্তাহকাল পূর্বে সম্পন্ন হয়েছে ম্যারাথন দৌড়। ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় ব্যাপক সাড়া পড়ে যুবক যুবতীদের মধ্যে।
১৫০বছর পূর্তিকে সামনে রেখে বুধবার গন্ডাছড়া থানার শ্যামা মায়ের নাট মন্দিরে শিশুদের মধ্যে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগীতা। ওই বসে আঁকো প্রতিযোগীতায় প্রায় শতাধিক শিশু অংশগ্রহণ করে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবইন্সপেক্টর কাজল দেবনাথ এবং থানার কনস্টেবল পুনমজিৎ। তাছাড়াও উপস্থিত ছিলেন থানার ওসি পলাশ দত্ত। ওসি পলাশ দত্ত জানান ১৫০ বছর পূর্তি উপলক্ষে আরো বেশকিছু কর্মসূচি হাতে রয়েছে। সেই কর্মসূচিগুলি আগামী দিনগুলিতে অনুষ্ঠিত হবে। তবে বুধবারের বসে আঁকো প্রতিযোগীতাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে বিপুল উৎসাহ পরিলক্ষীত হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?