গন্ডাছড়া, ৩ ফেব্রুয়ারী।। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত পূর্ত দপ্তরের পরিত্যাক্ত হয়ে পড়া বিভিন্ন রাস্তাঘাট, ড্রেন নির্মাণে দুর্নীতি, লৌহ নির্মিত ব্রেইলি ব্রিজে রং দিতে গিয়ে দুর্নীতি। অভিযোগ সাধারণ মানুষের কোন কাজেই আসছে না মহকুমার পূর্ত দপ্তর। কোন গ্রামের রাস্তাঘাটের বেহাল দশার কথা বারবার পূর্ত দপ্তরে জানিয়েও কোন কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে বাধ্য হয়ে আন্দোলনের দিকে ধাবিত হতে হচ্ছে সাধারণ লোকজন।
প্রায় সাত বছর যাবৎ গন্ডাছড়া মহকুমার ডাকবাংলোর সামনে থেকে লক্ষ্মীপুরের রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। ওই রাস্তা ধরে লোকজনের চলাফেরার অযোগ্য হয়ে পড়েছে। লক্ষ্মীপুরের ওই রাস্তাটি মেরামত করে লোকজনদের চলাফেরার উপযোগী করে তোলার জন্য গ্রামবাসীরা বারবার পূর্ত দপ্তরের দ্বারস্থ হয়েও কাজের কাজ কিছুই না হওয়ায় বাধ্য হয়ে লক্ষীপুরের শতাধিক মহিলা ঐক্যবদ্ধভাবে ওই রাস্তাটির মেরামতির দাবী জানিয়ে গন্ডাছড়া পূর্ত দপ্তর ঘেরাও করেন।
কিন্তু অন্যান্য দিনের মতোই শুক্রবারও গন্ডাছড়া পূর্ত দপ্তরের অফিস ছিল একেবারেই ফাঁকা। যদিও ঘেরাও -র সংবাদ পেয়ে জনৈক এক অফিসার এসে ঘটনার বিস্তারিত জানেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে লক্ষ্মীপুরের ওই বেহাল সড়কের মেরামতির আশ্বাস দিয়ে ক্ষিপ্ত মহিলাদের হাত কোনরকমে সম্মান রক্ষা করেন।