ধর্মনগরে ইঞ্জিনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে রেলওয়ে কর্মীর, ক্ষোভ প্রকাশ সহকর্মীদের

ধর্মনগর, ৩ ফেব্রুয়ারী।। রেল লাইনে ইলেক্ট্রিফিকেশনের কাজ করতে গিয়ে রেল ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক রেলওয়ে কর্মীর৷ দূর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশনের কাছে কৃষ্ণপুর এলাকায়৷ মৃত রেলওয়ে কর্মীর নাম রামদেও সিং (৫৮)৷ তাঁর বাড়ি বিহারে৷

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো রেলওয়ে ট্রেক মেন্টেন্যান্স কর্মী রামদেও সিং কৃষ্ণপুর এলাকায় রেল লাইনে কাজ করছিলেন৷ তিনি একটি ব্রিজের উপর কাজ করছিলেন৷ আচমকা একটি রেলের ইঞ্জিন ওই লাইন দিয়ে চলে আসে এবং ওই কর্মীকে ধাক্কা দিয়ে চলে যায়৷ ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় রামদেও সিংয়ের।

রেলওয়ের অন্যান্য কর্মীরা জানিয়েছেন ইঞ্জিনের চালক কোন ধরনের হর্ন বাজায়নি৷ শুধু তাই নয় রেলওয়ের কর্মী যে পোশাক পরেছিলেন সেটি রেওয়ের দেওয়া সুনির্দিষ্ট ইউনিফর্ম৷ দূর থেকেই এই ইউনিফর্ম রেলের লকো পাইলটদের নজরে আসার কথা৷ কিন্তু, লকো পাইলট কোন ধরনের হর্ন বাজায়নি৷ এদিকে, রামদেও সিং যখন দেখতে পান ইঞ্জিন চলে এসেছে তখন তিনি প্রাণ বাঁচাতে দৌঁড়াতে থাকেন৷ যেহেতু একটি ব্রিজের উপর ছিলেন তিনি তাই লাইনের পাশে ঝাপ দেওয়ার সুযোগ ছিল না৷ তিনি চেষ্টা করছিলেন যাতে ব্রিজটি দৌঁড়ে অতিক্রম করতে পারেন৷

কিন্তু, দুর্ভাগ্যবশত তিনি ব্রিজের মাত্র চার মিটার বাকি থাকতেই রেলের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ হারান৷ পরে খবর পেয়ে আরপিএফ সহ অন্যান্য পুলিশ কর্মীরা সেখানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে৷ এদিকে, এই ঘটনায় লকো পাইলটকে দায়ি করে শাস্তির দাবি জানিয়েছেন রেলওয়ের অন্যান্য কর্মীরা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?