উদয়পুর, ৩ ফেব্রুয়ারী।। গত বূহস্পতিবার দেশের অর্থ মন্ত্রী নির্মলা সীতারম যে বাজেট পেশ করেছেন তাতে দেশের জনগনকে গভীর অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে, এরই প্রতিবাদে শনিবার উদয়পুর সিপিআইএম বিভাগীয় কমিটির ডাকে জামতলা সিপিআইএম দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত, দলের নেতা নিখিল দাশ, শ্রীবাস দাস প্রমুখ। বক্তারা বলেন, এই অন্তর্বতী বাজেটে সাধারণ মানুষের বিশেষ করে শ্রমিক,কূষক সহ নারীদের স্বার্থে এই বাজেট নয়। কৃষক ও কূষি বিরোধী এই বাজেট।রেগার শ্রমিকদের বিরুদ্ধে এই বাজেট।
এই বাজেট ভিত্তিহীন দাবি করে পুনরায় ক্ষমতায় থাকার জন্য দেশের সরকার এই বাজেট পেশ করেছেন বলে উল্লেখ করেন সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির নেতূত্বরা। বক্তারা বলেন এই বাজেটে সরকারের শ্রমিক বিরোধী, কৃষক ও কৃষি বিরোধী এবং জনবিরোধী। প্রতিবাদ সভায় উপস্থিত সিপিএম দলীয় কর্মী থেকে শুরু করে নেতারা বাজেটের কপি আগুনে পুড়িয়েছেন। এই বাজেট মানুষের কল্যানের জন্য বাজেট পেশ হয়নি বলে উল্লেখ করেন নেতৃত্বরা।