আগরতলা, ২৮ জানুয়ারি।। প্রণয় সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ফাঁসিতে আত্মঘাতী কলেজছাত্র। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে রাজধানী আগরতলা শহরের কাছে সুভাষনগর হাইস্কুল সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম বিপ্লব সরকার, বয়স ২১ বছর। নিজ বাড়ির দোকান ঘর থেকে উদ্ধার হয়েছে কলেজ পড়ুয়া বিপ্লব সরকারের মৃতদেহ। জানা গিয়েছে বিপ্লব সরকার এনসিসি ক্যাডেট ছিল।
মৃত যুবকের বড় ভাইয়ের বক্তব্য প্রণয় ঘটিত কারণে বিপ্লব আত্মহত্যা করেছে। তিনি জানান বিপ্লব রাম ঠাকুর কলেজের ছাত্র ছিল। পাশাপাশি সে রাজ্যের হয়ে খেলাধুলা করত। বামুটিয়া এলাকার এক যুবতীর সাথে বিপ্লবের প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। এই যুবতীও রাজ্যের হয়ে খেলাধুলা করত। বিপ্লব ও সেই যুবতী একাধিকবার এক সাথে বহিঃরাজ্যে গিয়ে রাজ্যের হয়ে খেলাধুলা করেছে।
তিনি আরও জানান শনিবার রাতে বিপ্লবের মা বিপ্লবকে রাতের খাবার দিয়ে যায়। বিপ্লব বাড়ির সামনে নিজেদের দোকানে ঘুমাত। রাত ১২ টার পর বিপ্লব ঘুমায়। কিন্তু সকালে সে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজনদের সন্দেহ হয়। পরে দোকান ঘর খুলে পরিবারের লোকজন দেখতে পায় দোকানের ভেতর ফাঁসিতে ঝুলে আছে বিপ্লবের মৃতদেহ। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। মহারাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।