রানী কমলাপতি এক্সপ্রেস থেকে বিস্তর পরিমানে ফেন্সিডিল সহ ছয়জন গ্রেফতার

আগরতলা, ২৮ জানুয়ারি।। বহিঃরাজ্য থেকে ত্রিপুরায় আনা বিস্তর পরিমাণে কফসিরাপ বাজেয়াপ্ত করল পুলিশ৷ আগরতলা রেল স্টেশনের জিআরপি এবং আরপিএফ যৌথভাবে এই সাফল্য পেয়েছে৷ জিআরপি থানার ওসি জানিয়েছেন, রানী কমলাপতি এক্সপ্রেস থেকে ছয়জনকে আটক করা হয়েছে৷ তাদের হেপাজত থেকে ৯৭০টি ফেন্সিডিলের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে৷

জিআরপি পুলিশ আরও জানিয়েছে, ধৃত ছয়জনের মধ্য পাঁচজনের বাড়ি বিহারে৷ একজনের বাড়ি আগরতলায় গোয়ালাবস্তিতে৷ পুলিশ ধৃতদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেছে৷ প্রাথমিকভাবে তারা জানিয়েছে যে ফেন্সিডিল কলকাতা থেকে নিয়েছে৷ তবে, আগরতলায় কোথায় সেগুলি পৌঁছানোর চেষ্টায় ছিল তারা সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷

এদিকে, আরপিএফের আগরতলা স্টেশনের ওসি জানিয়েছেন, রানী কমলাপতি ট্রেনটি আগরতলা স্টেশনে পৌঁছার এক ঘন্টা আগে গোপন সূত্রে খবর আসে যে ওই এক্সপ্রেস ট্রেনে করে নেশা সামগ্রী আনা হচ্ছে৷ তার ভিত্তিতে স্টেসনে পৌঁছার সাথে সাথে জিআরপি এবং আরপিএফ যৌথভাবে এক্সপ্রেস ট্রেনটি কর্ডন করে তল্লাসি চালায়৷ তাতে ছয়জনকে আটক করা হয়৷ তাদের কাছে থাকা বিভিন্ন ব্যাগ থেকে ৯৭০ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?