আগরতলা, ১৮ জানুয়ারি।। ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চল পর্ষদ তথা এনইসি এর ৭১তম প্ল্যানারি অধিবেশনে যোগ দিতে মেঘালয়ের রাজধানী শিলংয়ে গেছেন। শুক্রবার তথা ১৯ জানুয়ারি শিলংয়ে উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের ৭১তম প্ল্যানারি অধিবেশন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, এনইসি এর প্ল্যানারি অধিবেশনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাছাড়াও এই অধিবেশনে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক তথা ডোনার মন্ত্রকের মন্ত্রী জি কিষাণ রেড্ডি, উত্তর-পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাছাড়াও উত্তর-পূর্বাঞ্চল পর্ষদ ও সংশ্লিষ্ট মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা অধিবেশনে অংশ নেবেন।
এই প্ল্যানারি অধিবেশনে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা নিজ নিজ রাজ্যের চালু প্রকল্পগুলির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। পাশাপাশি একাধিক নতুন প্রকল্প নিয়ে আলোচনা হবে। এনইসির এই অধিবেশন অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তথ্যাভিজ্ঞ মহল। কারণ সামনেই লোকসভার নির্বাচন।