সাব্রুম, ১৭ জানুয়ারি।। দীর্ঘদিন ধরে চালের ঝামেলা নিয়ে পরিকল্পিতভাবে লরির চাপা দিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমা শাসকের খাদ্য দপ্তরের চালের গোডাউনের স্টোরকিপার সুভাষ মহাজনকে খুন করা হয়েছে বলে অভিযোগ।
প্রতিদিনের মতন আজও সাব্রুমের দমদমাস্থিত পশু হাসপাতাল সংলগ্ন তথা গোডাউন টিলা এলাকাতে সাব্রুম মহকুমা শাসক কার্যালয়ের খাদ্য দপ্তরের চালের গোডাউনের স্টোরকিপার ডিউটি করতে যান সুভাষ মহাজন (৪৯)। অন্যান্য দিনের মতন আজও দপ্তরের গোডাউনে চালের বস্তা নিয়ে আসেন টিআর-০১-এএস-১৬৩৫ নম্বরের লরির চালক তথা উদয়পুরের বাসিন্দার জাকির হোসেন।
গোডাউনে কর্মরত শ্রমিকদের মধ্যে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, লরিতে চালের বস্তা গুনতে গেলেই প্রায়দিনই কথা কাটাকাটি হয়ে থাকে স্টোরকিপার সুভাষ মহাজনের সাথে লরির চালক জাকির হোসেনের। লরির চালক জাকির হোসেন প্রায় সময় চালের বস্তা নিয়ে ঝগড়া- বিবাদের পর সুভাষ মহাজনকে দেখে নেওয়ার হুমকি দিয়ে থাকেন। আজও চালের বস্তা গুনার পর গোডাউনের অন্যান্য শ্রমিকরা হঠাৎ চিৎকার শুনতে পেয়ে দেখতে পায় লরির পেছনের চাকাতে সুভাষ মহাজনের মাথা থেঁতলে আছে। সাথে সাথে ছুটে যায় সাব্রুমের দমকল বাহিনীর কর্মীরা। গুরুতর আহত অবস্থায় স্টোরকিপারকে নিয়ে আসা হয় সাব্রুম মহকুমা হাসপাতালে।
সাব্রুম মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করার প্রস্তুতি নিতে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সুভাষ মহাজন। আর মুহূর্তের মধ্যেই লরির চালক জাকির হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর শুনতে পেয়ে কিছুক্ষণ পরেই সাব্রুম মহকুমা অফিসের আধিকারিকরা, সাব্রুম মহকুমার পুলিশ আধিকারিক এবং সাব্রুম থানার ওসি সহ আরো অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে যায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। সুভাষ মহাজনের মৃত্যুর খবরে সাব্রুমে শোকের ছায়া নেমে এসেছে। অভিযোগ পরিকল্পিতভাবে স্টোরকিপার সুভ মহাজনকে লরির চাকায় পিষে হত্যা করা হয়েছে।