লংতরাইভ্যালী, ১৬ জানুয়ারি।। ধলাই জেলার লংতরাইভ্যালীর নালকাটায় নদীর জলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ওই ব্যক্তিকে খুন করে মৃতদেহ মনু নদীর জলে ফেলে দেয়া হয়েছে বলে অভিযোগ৷ ঘটনার প্রেক্ষিতে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে৷ ধৃতদের মধ্যে একজন হলেন সাধন রিয়াং৷ অন্যজনের নাম পুলিশ তদন্তের স্বার্থে জানায়নি৷
ঘটনার বিবরণে জানা গিয়েছে, শনিবার রাতে পরিতোষ বিশ্বাস নামে এক যুবক নালকাটার মধু রিয়াং নামে এক মহিলার বাড়িতে গিয়েছিলেন নিমন্ত্রণ খেতে৷ সেখানে কোন একটি বিষয় নিয়ে মধু রিয়াং ও তার স্বামী সাধন রিয়াংয়ের সাথে পরিতোষ বিশ্বাসের ঝগড়া হয়৷ একসময় পরিতোষ বিশ্বাসকে খুন করে মৃতদেহ গায়েব করার লক্ষে মনু নদীর জলে ফেলে দেয়া হয়৷ এদিকে পরিতোষ বিশ্বাস বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন খোঁজ খবর করতে থাকে আত্মীয় স্বজনের বাড়িতে৷ কোথাও কোন হদিশ মিলেনি পরিতোষের৷ অবশেষে খবর পাওয়া যায় যে পরিতোষ মধু রিয়াংদের বাড়িতে গিয়েছিলেন৷ তাই পরিবারের লোকজন মধু রিয়াংয়ের বাড়িতে গিয়েও খোঁজখবর করেন৷ তাতেও কোন সন্ধান পাওয়া যায়নি৷ ওই বাড়িতে গিয়েছিলেন পরিতোষ একথা স্বীকার করলেও মধু রিয়াংয়ের বক্তব্য সে ওই বাড়ি থেকে চলে গিয়েছে৷
কিন্তু, বিষয়টি কেউ মেনে নিতে পারেনি৷ দুইদিন ধরে নানা ভাবে খোঁজখবর করার পর অবশেষে পুলিশকে সাথে নিয়ে মধু রিয়াংয়ের বাড়িতে যায় পরিতোষের নিকটাত্মীয়রা৷ পুলিশি চাপে মধু রিয়াংয়ের স্বামী স্বীকার করেন যে পরিতোষ বিশ্বাসকে খুন করে মৃতদেহ মনু নদীর জলে ফেলে দেয়া হয়েছে৷ তাদের স্বীকারোক্তিমূলে পুলিশ মনু নদী থেকে পরিতোষ বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করেছে মঙ্গলবার৷ এদিকে, মৃত ব্যক্তির পরিবারের লোকজন মধু রিয়াংয়ের পরিবারের উপর হামলা চালায়৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷