তেলিয়ামুড়া, ১৬ জানুয়ারি।। আগামী ২২শে জানুয়ারি অযোধ্যা নগরীতে রাম লালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে সাড়া দেশের সাথে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচীর অঙ্গ হিসেবে মঙ্গলবার খোয়াই জেলার তেলিয়ামুড়া বিজেপি মন্ডলের উদ্যোগে তেলিয়ামুড়া শহরের প্রানকেন্দ্র অম্পি চৌমুহনী’তে বিশালাকৃতির রাম ধ্বজ প্রতিষ্ঠা ও রাম পূজো করা হয়।
মঙ্গলবার বিকেল নাগাদ ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যানী সাহা রায় এই ধ্বজ উত্তোলন করে রাম পুজোতে অংশগ্রহণ করেন। এদিনের এই অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষে বিশ্বজিৎ রাঙ্খল, তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস-চেয়ারম্যান মধুসূদন রায় সহ বিজেপির তেলিয়ামুড়া মন্ডলের নেতৃত্বরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যানী সাহা রায় অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠাকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বহু প্রতিক্ষিত, বহু কাঙ্খিত এই রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। এ ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রীর কৃতিত্বও তুলে ধরেন বিধায়িকা তাঁর বক্তব্যে।