অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। ভারতীয় সেনাবাহিনী ১৪০ কোটি দেশবাসীর শক্তির প্রতীক, শুক্রবার এই মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি শুক্রবার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডে (সূর্য কামান) আয়োজিত তিন দিনের ‘আপনার সেনাবাহিনীকে জানুন’ উৎসবের সূচনা করেছেন। এই অনুষ্ঠানেই একথা বলেন যোগী আদিত্যনাথ।
মুখ্যমন্ত্রী রঙিন বেলুন আকাশে উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন, ভারতীয় সেনাবাহিনী দেশের ১৪০ কোটি মানুষের শক্তি ও সাহসের প্রতীক। তিনি বলেন, একটি শক্তিশালী সেনাবাহিনীই একটি নিরাপদ ও সার্বভৌম জাতির রূপকল্প বাস্তবায়ন করতে পারে।
এদিনের অনুষ্ঠানে শিখ রেজিমেন্টের সেনারা দুঃসাহসিক পাঞ্জাবি ধ্বনিতে তাদের ঐতিহ্যবাহী বীরত্ব প্রদর্শন করে। মুখ্যমন্ত্রী এখানে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করেন। সেখানে সেনাবাহিনীর সরঞ্জামের পাশাপাশি অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী যোগী সেনা আধিকারিকদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র ও সামরিক সামগ্রী সম্পর্কেও জানতে পারেন।
মুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে প্রথমবার দেশের রাজধানীর বাইরে আয়োজিত এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এটা গর্বের বিষয় যে লখনউ-ভিত্তিক সেন্ট্রাল কমান্ডকে অনুষ্ঠানের জন্য নির্বাচিত করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের যুবকরা ভারতীয় সেনাবাহিনীকে কাছ থেকে জানতে পেরেছে এবং সেনাবাহিনীর বীরত্বকে কাছ থেকে প্রত্যক্ষ করার সুযোগও পেয়েছে।