অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার হিমাচল প্রদেশের সোলানে অভিনন্দন সমারোহে নাড্ডা বলেছেন, মিথ্যা বলে রাজনীতি চলে না, মানুষকে ধোঁকা দিয়ে রাজনীতি চলে না। মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে, তাঁদের ভাগ্য পরিবর্তন করতে হবে। আর এই কাজটি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন, তাই আমরা রাজস্থানে জয় পেয়েছি, মধ্যপ্রদেশে জয় পেয়েছি এবং ছত্তিশগড়েও জয় পেয়েছি।
নাড্ডা বলেছেন, দেখতেই দেখতেই ছত্তিশগড়ে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেল, মধ্যপ্রদেশে সমস্ত রেকর্ড ভেঙে গেল এবং রাজস্থানেও পদ্ম ফুটে উঠল। প্রধানমন্ত্রী মোদীর প্রতি জনগণের অটুট বিশ্বাস রয়েছে, যিনি ভারতীয় রাজনীতির সংস্কৃতিকে বদলে দিয়েছেন। নাড্ডার কথায়, এখন যখন দেশকে বিভক্ত করার জন্য জাতিভেদ চলছে, তখন মোদীজি বলেছেন, আমাদের জন্য মাত্র চারটি জাতি আছে… মহিলা, কৃষক, যুবক এবং দরিদ্র।
নাড্ডা জোর দিয়ে বলেছেন, মোদীর গ্যারান্টি মানেই গ্যারান্টি পূরণের নিশ্চয়তা। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অধীনে প্রতি মাসে ৮০ কোটিরও বেশি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন। আয়ুষ্মান যোজনার অধীনে ৫০ কোটিরও বেশি মানুষ প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন।