তেলিয়ামুড়া, ৪ জানুয়ারি।। হিট এন্ড রান বিল ২০২৩ নিয়ে ইতিমধ্যে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বুধবার সংশ্লিষ্ট বিষয় নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত সহ ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন জায়গায় নানান প্রকারের প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে।জানা গিয়েছে, বৃহস্পতিবার হিট এন্ড রান বিল ২০২৩-এর প্রতিবাদ জানিয়ে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে খোয়াই জেলার তেলিয়ামুড়ায় প্রতিবাদ কর্মসূচি সংঘটিত হয়।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়ার মহারানীপুর এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল তেলিয়ামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয় প্রতিবাদ মিছিলটি। সংশ্লিষ্ট মিছিল সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে হিট এন্ড রান সংক্রান্ত যে বিল রয়েছে সেই বিল অত্যন্ত সমস্যাদায়ক।
বিশেষ করে তারা সংশ্লিষ্ট আইনকে কালো আইন আখ্যায়িত করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যাতে করে এই বিষয়ে পুনর্বার বিবেচনা করেন সেই আবেদন রাখেন। পাশাপাশি এটাও উল্লেখ করা প্রয়োজন আজকের এই মিছিল যথেষ্ট সুশৃংখলভাবে এবং শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে তেলিয়ামুড়ায় এবং উদ্যোক্তাদের তরফ থেকেও দাবি করা হয়েছে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে সমস্যার মধ্যে না ফেলে বা কোন প্রকারের উশৃঙ্খল আচরণ না করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই বদ্ধপরিকর।