বক্সনগর, ১ জানুয়ারি।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার চাইছেন দল মত নির্বিশেষে সকল অংশের মানুষের সার্বিক বিকাশ। সবকা সাথ সবকা বিকাশ সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে একটা মজবুত দেশ গঠন করা স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী। সোমবার সিপাহীজলা জেলার কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত মনারচক গ্রাম পঞ্চায়েতে বিকশিত সংকল্প যাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করে কথাগুলি বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আরও বলেন, যেখানে মানুষ পঞ্চায়েতে যেতে সাহস করত না সেই জায়গাতে কেন্দ্রীয় সরকার মানুষকে সকল প্রকার সুযোগ-সুবিধা পাইয়ে দিতে সরকারি প্রতিনিধিদের পাঠিয়ে দিচ্ছেন দেশের প্রতিটি পঞ্চায়েতে। তাইতো কেন্দ্রীয় সরকারের বিকশিত সংকল্প যাত্রার গ্যারান্টি গাড়ি পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। সরকারি সকল প্রকার সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর বর্তমান সরকার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, সোনামুড়া মহকুমা শাসক মানিক লাল দাস, কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুষ্প ভৌমিক সহ অন্যান্যরা। এদিন পঞ্চায়েতের সাধারণ মানুষ সরকারের বিভিন্ন স্টল থেকে প্রশাসনিক সুবিধা গ্রহণ করেন। পাশাপাশি এদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হাত দিয়ে পঞ্চায়েত এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।