নালকাটায় বিএসএফের কাছে আত্মসমর্পণ করল এনএলএফটি (বিএম) এর দুই জঙ্গী
আমবাসা, ৩০ ডিসেম্বর।। ত্রিপুরার নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন এনএলএফটি বিএম গোষ্ঠীর দুই সদস্য বিএসএফের কাছে আত্মসমর্পণ করেছে৷ আত্মসমর্পণকারীরা হল দেবজয় ত্রিপুরা এবং প্রহারজয় ত্রিপুরা৷ তাদের বাড়ি ধলাই জেলার থালছড়ায়৷
জানা গিয়েছে, শনিবার দুপুরে ধলাই জেলার নালকাটাস্থিত ৩৩ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের ডিআইজির কাছে আত্মসমর্পণ করেছে৷ বিএসএফের ডিআইজি জনিয়েছেন, ওই দুই জঙ্গি ধলাই জেলার বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে আনা হয়েছে৷ গত অক্টোবর মাসে জঙ্গী নেতারা তাদের প্রলোভন দিয়ে দলে নিয়েছিল৷ কিন্তু, তারা বুঝতে পারে যে জঙ্গী দলে কোন ভবিষ্যৎ নেই৷ তাই তারা সেখান থেকে পালিয়ে ত্রিপুরায় চলে আসে এবং আত্মসমর্পণের পরিকল্পনা নেয়৷
সেই মোতাবেক বিএসএফের সাথে যোগাযোগ করে৷ বিএসএফের ডিআইজি আরও জানিয়েছেন, জঙ্গী দলটি অস্তিত্বের সংকটে রয়েছে৷ বাংলাদেশে একটি ঘাঁটি রয়েছে৷ তাও খুব কম সংখ্যক সদস্য রয়েছে৷ এদিন যারা আত্মসমর্পণ করেছে তাদের কাছ থেকে কোন ধরনের আগ্ণেয়াস্ত্র কিংবা জঙ্গীদলের ব্যবহৃত কোন সামগ্রী দিতে পারেনি৷ বিএসএফ কর্তৃপক্ষ পুলিশের সাথে যোগাযোগ করে তাদের আত্মসমর্পণ শংশ্লিষ্ট সুযোগ সুবিধা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে৷