বিলোনিয়া, ৩০ ডিসেম্বর।। এনডিপিএস এক্টে রুজু করা মামলায় অবশেষে বিলোনিয়া থানার পুলিশ তিন মাসের মাথায় গ্রেপ্তার করতে সক্ষম হল সুব্রত চক্রবর্তী ওরফে বলাই নামে এক নেশা কারবারিকে ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বিলোনিয়া মহকুমা এসডিপিও অভিজিৎ দাস ও থানার পুলিশ অফিসার সহ পুলিশ কর্মীরা অভিযান চালায় ব্ড়পাথরী মাষ্টার পাড়ার নেশাকারবারি সুব্রত চক্রবর্তীর বাড়ীতে। নিজের বাড়ি থেকে গ্ৰেপ্তার করা হয় সুব্রতকে। এরপর নিয়ে আসে বিলোনিয়া থানাতে। পুলিশ শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ অভিযুক্ত নেশাকারবারি সুব্রত চক্রবর্তীকে বিলোনিয়া আদালতে সোপর্দ করে।
গত অক্টোবর মাসের পাঁচ তারিখ রাতে বিলোনিয়া মহাকুমার এসডিপিও সহ থানার পুলিশ ইকো গাড়ির পিছু ধাওয়া করে ঋষ্যমুখ ব্লকের উত্তর সোনাইছড়ি রাজারাম বাড়ীর একটি পুকুর থেকে টিআর ০৩-পি-০৩৬৯ নম্বরের গাঁজা বোঝাই গাড়িটি উদ্ধার করে। মোট চার বস্তায় ৯১ কেজি গাঁজা সহ গ্ৰেপ্তার করে গাড়ীর চালক সুমন বিশ্বাসকে। গাড়ি চালক সুমনের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা নেয় বিলোনিয়া থানার পুলিশ।
এরপর সুমনকে পুলিশ আদালতে সোপর্দ করে চার দিনের পুলিশ রিমান্ড চেয়ে। আদালত পুলিশের আবেদন মোতাবেক সুমনকে চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। পুলিশ রিমান্ডে থাকাকালীন জিজ্ঞাসাবাদ এর পর পুলিশ জানতে পারে গাঁজা কারবারি সুব্রত চক্রবর্তী ওরফে বলাইয়ের কথা। এই সুব্রত চক্রবর্তী নাকি গাঁজাগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল। ইকো গাড়ির চালকসহ গাঁজাগুলি উদ্ধার হওয়ার পর সুব্রত চক্রবর্তী গা ঢাকা দিতপ সক্ষম হয়। দুই মাস অতিক্রান্ত হওয়ার পর অবশেষে পুলিশ জালে তুলতে পারল কুখ্যাত নেশা কারবারি সুব্রতকে।