‘অভিভাবক’ হারাল রামনগর, বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের জীবনাবসান

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ ত্রিপুরা বিধানসভার সদস্য তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের জীবনাবসান৷ বুধবার রাতে কলকাতায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রয়াত হন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর প্রয়াণে রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে৷ সোশ্যাল মিডিয়ায় প্রয়াত নেতার প্রতি শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন শাসক দল বিজেপির নেতা নেত্রী থেকে শুরু করে কর্মী সমর্থকরা৷ সেই সাথে প্রয়াত নেতার গুনমুগ্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও গভীর শোক প্রকাশ করছেন৷

বিধায়ক সুরজিৎ দত্তকে মঙ্গলবার আগরতলায় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল৷ ওইদিন রাতেই বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেয়া হয়েছিল৷ কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না হওয়ায় বুধবার সকালে কলকাতায় নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়৷

বিধায়ক সুরজিৎ দত্তের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস দলে৷ তিনি দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন৷ ২০১৮ সালে বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ সেইবছর তিনি নির্বাচিত হয়ে বিধায়ক হন৷ তারপর ২০২৩ সালেও তিনি বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন৷ ২০১৮ সালের আগে ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেস দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ তখন তিনি পরাজিত হন৷ এখানে উল্লেখ করা যায় ১৯৮৮ সাল থেকে ৭ রামনগর বিধাসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন সুরজিৎ দত্ত৷ ১৯৮৮ থেকে ২০১৩ পর্যন্ত প্রতিটি বিধানসভা নির্বাচনে তিনি জয়ী হয়েছেন৷ শুধুমাত্র ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হন৷ এরপর ২০১৮ এবং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপি দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন৷ ১৯৮৮ থেকে ১৯৯৩ পর্যন্ত তিনি কংগ্রেস জোট সরকারের মন্ত্রিসভার সদস্যও ছিলেন৷

এদিকে, ভারতের নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা মোতাবেক জানা গিয়েছে, ১৯৫৪ সালের ৯ জুলাই সুরজিৎ দত্ত জন্মগ্রহণ করেছিলেন৷ বাবা শশধর দত্ত৷ ১৯৭৪ সালে প্রগতী বিদ্যাভবন থেকে ওয়েস্টব্যাঙ্গল বোর্ড অব সেকেন্ডারী এডুকেশনের অধীনে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন৷ ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী ছিলেন সুরজিৎ দত্ত৷ তাঁর প্রয়াণে অভিভাবক শূণ্য হল রামনগর, এমনটাই তথ্যাভিজ্ঞ মহলের দাবি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?