অনলাইন, ২৭ ডিসেম্বর।। হরিয়ানার ঝাজ্জর জেলায় বীরেন্দ্র আর্য আখড়ায় সময় কাটালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কুস্তিগীরদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন রাহুল, শোনেন তাঁদের মনের কথা। অনুশীলনও করেন। বুধবার সকালে ঝাজ্জর জেলার ছারা গ্রামে বীরেন্দ্র আর্য আখড়ায় পৌঁছন রাহুল, সেখানে পৌঁছনোর পর কুস্তিগীরদের সঙ্গেই সময় কাটান তিনি।
রাহুল গান্ধীর এই সফর প্রসঙ্গে কুস্তিগীর বজরং পুনিয়া বলেছেন, আমাদের কুস্তির রুটিং দেখতে এসেছিলেন তিনি। তিনি কুস্তিও করেন। একজন কুস্তিগীর কীভাবে দৈনন্দিন সময় কাটান তাও দেখতে এসেছিলেন রাহুল গান্ধী।
রাহুলের আচমকা সফরে খুশি প্রকাশ করে কুস্তি কোচ বীরেন্দ্র আর্য বলেছেন, তিনি যে আসছেন সে ব্যাপারে আমরা কিছুই জানতাম না। আমরা অনুশীলন করছিলাম, সেই সময় তিনি আসেন। সকাল ৬.১৫ মিনিট নাগাদ তিনি আসেন এবং আমাদের সঙ্গে অনুশীলন করেন। খেলা সম্পর্কে তাঁর অনেক জ্ঞান রয়েছে।