অনলাইন, ২৭ ডিসেম্বর।। আগামী ১৫ জানুয়ারি ”ভারত ন্যায় যাত্রা”-র সূচনা করছে কংগ্রেস। ১৫ জানুয়ারি মণিপুর থেকে শুরু হবে এই যাত্রা, সমাপ্তি হবে মুম্বইয়ে, চলবে ২০ মার্চ পর্যন্ত। বুধবার সকালে এক সাংবাদিক সন্মেলনে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল বলেছেন, গত ২১ ডিসেম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটি অভিমত পোষণ করেছিল যে, রাহুল গান্ধীজির পূর্ব থেকে পশ্চিমে যাত্রা শুরু করা উচিত।
রাহুল গান্ধীজি সেই ইচ্ছা পূরণ করতে রাজি হয়েছেন। তাই সর্বভারতীয় কংগ্রেস কমিটি ১৪ জানুয়ারি থেকে ২০ মার্চ মণিপুর থেকে মুম্বই পর্যন্ত ”ভারত ন্যায় যাত্রা” করার সিদ্ধান্ত নিয়েছে।সাংবাদিক সম্মেলনে কে সি বেণুগোপাল আরও বলেছেন, এই যাত্রা ১৪টি রাজ্য মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্র এবং ৮৫টি জেলায় ৬,২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। বাসের মাধ্যমে হবে এই যাত্রা, একইসঙ্গে কোথাও কোথাও হেঁটেও হবে।