বিলোনিয়া, ২৭ ডিসেম্বর।। তিন তালাক প্রথা বাতিল, মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ বিল পাশ সহ পবিত্র মক্কায় মুসলিম মহিলাদের জন্য ফ্রি মেহেরাম হজ পালনের ঘোষণার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে শুকরিয়া রেলি সংগঠিত করে ভারতীয় জনতা পার্টি মাইনোরটি মোর্চা।
দক্ষিণ জেলার বিজেপি মাইনেরটি মোর্চার উদ্যোগে আয়োজিত হয় এই দিনের শুকরিয়া রেলি সহ প্রধান মন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের নিকট শুকরিয়া স্মারক লিপি প্রদান। বুধবার দুপুর দেড়টা নাগাদ এই রেলিটি সংগঠিত হয় বিলোনিয়া কলেজ স্কোয়ার অগ্নিবীণা কমিউনিটি হল প্রাঙ্গন থেকে। রেলিটি পুলিশ লাইন হয়ে জেলা শাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন জেলা শাসক সাজু ওয়াহিদ এ এর সাথে।
এরপর তিনটি বিষয় সংসদে পাশ করায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শুকরিয়ার স্মারকলিপি তুলে দেন দক্ষিণ জেলার জেলাশাসকের হাতে মাইনরিটি মোর্চার নেতৃত্বরা। রেলী ও স্মারক লিপি প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন মাইনোরিটি মোর্চার রাজ্য কমিটির সভাপতি শাহ আলম মজুমদার, মাইনেরটি মোর্চার নেতা নাসির আহমেদ, রহিম মিয়া সহ জেলা, মন্ডল স্তরের মাইনেরটি মোর্চার নেতৃত্বরা। এছাড়া ছিলেন বিজেপি জেলা কমিটির সদস্য অশেষ বৈদ্য, ঋষ্যমুখ মন্ডলের সহ সভাপতি বাদল ভৌমিক সহ যুব মোর্চার নেতৃত্বরা।