আগরতলা, ২৭ ডিসেম্বর।। স্কলারশিপের টাকা দেওয়ার দাবীতে আগরতলায় গোর্খাবস্তিস্থিত তপশীলি জাতি কল্যাণ দপ্তরে ধর্না দিলেন বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা৷ দীর্ঘসময় তাঁরা এখানে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন৷ অভিযোগ দপ্তরের একাংশ কর্মচারীর তালবাহানার কারণে তাঁরা স্কলারশিপের টাকা পাচ্ছেন না৷
জানা গিয়েছে, তপশীলি জাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে স্কলারশিপের ব্যবস্থা করা হয় বিএড পড়ুয়াদের জন্য৷ সেই মোতাবেক রাজ্যের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁরা কোর্স করছেন৷ অনেকে কোর্স সম্পন্ন হয়েছে৷ কিন্তু, অবাক করার বিষয় হচ্ছে ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা দেয়া হচ্ছে না দপ্তর থেকে৷ বহুবার তারা দপ্তরের অধিকর্তার সাথে দেখা করেছেন৷ আশ্বাস দেয়া হয় শীঘ্রই দিয়ে দেয়া হবে৷ কিন্তু, কোন সুফল মিলছে না৷ ধারদেনা করে বিএড কোর্সের ফী দিতে হয়েছে৷ অসহায় অবস্থায় আছেন ছাত্রছাত্রীরা৷
বুধবার ছাত্রছাত্রীরা আগরতলায় গোর্খাবস্তি এলাকায় তপশীলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার অফিসে গিয়ে ধর্না দেন৷ তাঁদের অভিযোগ সাত আট মাস ধরে তাদেরকে বারবার আশ্বাস দেয়া হয়েছে৷ কিন্তু, স্কলারশিপের টাকা দেয়া হচ্ছে না৷ যদিও তপশীলি উপজাতি, অন্যান্য পশ্চাদপদ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা প্রদান করা হয়েছে৷ কেন এই বৈষম্য প্রশ্ণ তুলেছেন ছাত্রছাত্রীরা৷ অবিলম্বে তপশীলি জাতি ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা প্রদান করার দাবী জানিয়েছেন৷