বিলোনীয়া, ২৬ ডিসেম্বর।। ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি বিলোনীয়া বিভাগীয় কমিটির সম্মেলন সম্পন্ন হল। ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির বিলোনীয়া বিভাগীয় অফিস প্রাঙ্গনে ১৪তম ত্রিবার্ষিক সম্মেলনের কাজ শুরুতে পতাকা উত্তোলন করে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও সভাপতি মন্ডলী তৈরি করে শুরু হয় সম্মেলনের কাজ। সম্মেলনের সভাপতি মন্ডলীতে ছিলেন বিপ্লব ভূঁইয়া, শুভ্র বৈদ্য ও শুক্রমনি ত্রিপুরা।
১৪তম ত্রিবার্ষিক সম্মেলনের সূচনা করেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কর্মচারী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন বাঁধা বিপত্তির মাঝেও সংগঠনকে মজবুত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আগামী দিনও কর্মচারী সংগঠন তাদের নীতি আদর্শকে সামনে রেখে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান রাখেন।
সম্মেলন শেষে ২৮ জনের একটি কমিটি গঠন করা হয়।
সম্মেলনে সকলের সম্মতিক্রমে চেয়ারম্যান জীবন শীল, সম্পাদক ধীমান চক্রবর্তীকে নির্বাচিত করা হয়। ত্রিপুরা সরকারি কর্মচারী কমিটি বিলোনীয়া ১৪তম ত্রিবার্ষিক বিভাগীয় সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান অশোক মিত্র, সম্মেলনের উদ্বোধক বাসুদেব মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন, টিইসিসি এইচ বি আর কেন্দ্রীয় প্রচার সম্পাদিকা সঙ্গীতা সেনগুপ্ত, টিইসিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন বল সহ সংগঠনের বিভিন্ন নেতৃত্ব।