অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। দরিদ্র, যুবক, মহিলা, কৃষক – আমার কাছে এই চারটি বড় জাতি, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্তব্য করেন। সোমবার দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্দোরে শ্রমিকদের উদ্দেশ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জানান, তাঁর কাছে চারটি জাতি দেশের সবচেয়ে বড় – দরিদ্র, যুবক, মহিলা এবং কৃষক। তিনি বলেন, দরিদ্রদের সেবা, শ্রমিকদের সম্মান এবং বঞ্চিতদের সম্মান আমাদের অগ্রাধিকার। দেশের শ্রমিকরা যাতে ক্ষমতাবান হয়ে একটি সমৃদ্ধ ভারত গড়তে গুরুত্বপূর্ণ অবদান রাখে তা নিশ্চিত করাই আমাদের প্রচেষ্টা।
প্রধানমন্ত্রী এদিন ইন্দোরের হুকুমচাঁদ মিলের শ্রমিকদের উন্নয়নে প্রায় ২২৪ কোটি টাকার চেক হুকুমচাঁদ মিলের শ্রমিক ইউনিয়নের প্রধানের হাতে তুলে দেন। এই অনুষ্ঠানে তিনি ইন্দোরের প্রশংসা করে বলেন, ইন্দোর তার পরিচ্ছন্নতা এবং স্বাদের জন্য বিখ্যাত। এখানকার বস্ত্র শিল্প ইন্দোরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রধানমন্ত্রী আরও জানান, মধ্যপ্রদেশ সরকার দরিদ্রদের জীবন পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। দরিদ্রদের সেবা, শ্রমিকদের সম্মান এবং সুবিধা থেকে বঞ্চিতদের সম্মান আমাদের প্রথম অগ্রাধিকার। আমার দৃঢ় বিশ্বাস ডাবল ইঞ্জিন সরকারের নতুন সদস্যরা আমাদের শ্রমিক পরিবারের পূর্ণ ভালোবাসা ও আশীর্বাদ পাবে।
অনুষ্ঠানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে শ্রমিকদের উন্নতির জন্য অনেক জনকল্যাণমূলক কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে ইন্দোরের হুকুমচাঁদ মিলের শ্রমিকরা তাদের অধিকার পেয়েছে। এটি মধ্যপ্রদেশ সরকারের একটি ঐতিহাসিক উদ্যোগ। ইন্দোরে অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শ্রমিকদের কল্যাণে নিবেদিত’ কর্মসূচিতে অংশ নিয়ে সোমবার মোহন যাদব বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।