বীজ, কীটনাশক সহ অন্যান্য সরকারি সাহায্য পেয়ে চাষাবাদে বাম্পার ফলন পেয়েছেন তেলিয়ামুড়ার চাষীরা

তেলিয়ামুড়া, ২৫ ডিসেম্বর।। শীতকালীন সব্জি কিংবা মরসুমি সব্জির নামডাক সহ যথেষ্ট চাহিদা রয়েছে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার চাষীদের ফলানো ফসলের। একটা সময় ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারগুলিতে তেলিয়ামুড়ার বেগুন সহ অন্যান্য সব্জীর যথেষ্ট চাহিদা। তেলিয়ামুড়া মহকুমার বেশ কয়েকটি অঞ্চল, বিশেষ করে ব্রম্মছড়া, কৃষ্ণপুর, মোহরছড়া, বাইশঘরিয়া ইত্যাদি এলাকার বেশিরভাগ মানুষই চাষাবাদের সাথে যুক্ত। এ সকল এলাকার ফলানো ফসল রাজ্যের বিভিন্ন বাজারের চাহিদা পুরণকরে আসছে দীর্ঘ বছর ধরে।

বিশেষ করে বাইশঘরিয়া এলাকার বেগুনের চাহিদা আজও রয়েছে যথেষ্ট। সেই সুত্র ধরেই খোজ নিতে যাওয়া বাইশঘরিয়া এলাকার চাষীদের। কথা হয় এলাকার বেশ কয়েকজন কৃষকের সাথে। তাঁরা জানান, অন্যান্য বছরের ন্যায় এবছরও ফলন ভাল হয়েছে। মাঝে প্রকৃতি বিরুপ হওয়ায় সামান্য ক্ষতিও হয়েছে।

তবে তাঁরা খুশি নিজেদের চিরাচরিত ছন্দের মধ্যে থেকে ক্ষেতে ফলানো ফসলের ফলন দেখে। চাষীরা জানান, এই চাষাবাদ করেই তাঁদের সংসারের ভরণপোষণ করে চলেছেন। সরকারি ভাবে সার, বীজ সহ অন্যান্য সাহায্য পেয়ে সরকারকেও ধন্যবাদ জানান। প্রসঙ্গত, দীর্ঘ বছর ধরে তাদের একটা সমস্যা ছিল বাইশঘরিয়া ব্রিজ। রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠা হবার পর রাজ্য বিধানসভার মূখ্য সচেতক কল্যানী সাহা রায় এর একান্ত প্রচেষ্টায় সেই সমস্যাও সমাধান হয়েছে। ফলে জমিতে ফলানো ফসল অতি কম সময়ে এবং কম খরচে বাজারজাত করতে পারছেন চাষীরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?