উত্তর-মধ্য নাইজেরিয়ায় পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত

অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। অঞ্চলটিতে পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এই ধরনের সংঘর্ষ নাইজেরিয়ায় প্রায়ই ঘটে থাকে, যে কারণে এই ধরনের সংঘর্ষকে সাধারণ ঘটনা হিসাবেই সেখানে দেখা হয়ে থাকে। দেশটির সেনাবাহিনীর ক্যাপ্টেন ওয়া জেমস রবিবার (২৪ ডিসেম্বর) এএফপিকে বলেন, ‘মালভূমি রাজ্যের মুশু গ্রামে গত শনিবার মধ্যরাতে ওই হামলার ঘটনা ঘটে।’

গ্রামটির বাসিন্দা মার্কুস আমরোডু এএফপিকে বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ জোরে গুলির শব্দ হয়। তারপরই গুলি চলতে থাকে।’ তিনি আরও বলেন, ‘হামলার কোনও আশঙ্কা ছিল না। তাই ওই আকস্মিক হামলায় ভয় পেয়েছিলাম। হামলার পর লোকেরা লুকিয়েছিল। কিন্তু, হামলাকারীরা আমাদের অনেককে ধরে ফেলে। ওই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে।’

নাইজেরিয়ার বেশিরভাগ মুসলমান উত্তরাঞ্চলে ও খ্রিস্টানরা প্রধানত দক্ষিণাঞ্চলে বাস করে। এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন রেখা রয়েছে। বছরের পর বছর ধরে উভয় পক্ষের মধ্যে জাতিগত ও ধর্মীয় উত্তেজনা ও সংঘর্ষ চলে আসছে। তবে ঠিক কি কারণে সর্বশেষ হামলা হয়েছে এবং কারা এ ঘটনার জন্য দায়ী-তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজ্যের গভর্নর কালেব মুতফওয়াং সর্বশেষ এ হামলাকে বর্বরোচিত, নৃশংস এবং অযাচিত বলে নিন্দা জানিয়ে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন বলে তার মুখপাত্র গিয়াং বেরে।
বেরে গভর্নরকে উদ্ধৃত করে বলেন, ‘নিরপরাধ নাগরিকদের উপর চলমান হামলা রোধে সরকার সক্রিয় পদক্ষেপ নেবে।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?