ত্রিপুরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ

আগরতলা, ১৮ ডিসেম্বর।। চাকরিচ্যুত ১০৩২৩ এর একাংশ ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে৷ ত্রিপুরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এস এল পি করা হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন চাকরিচ্যুত শিক্ষকদের প্রতিনিধি ও তাদের আইনজীবী অমৃত লাল সাহা৷ শুধু তাই নয় চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে খুব শীঘ্রই সভার আয়োজন করা হবে এবং পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে৷

প্রসঙ্গত, ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সংগঠন আন্দোলন সংগঠিত করেছে৷ তাদের তরফে আইনি গ্যাড়াকল দেখানো হয়েছে৷ কিন্তু, কোন ভাবেই তা কোন আদালতেই টিকছে না৷ তারপরও হাল ছাড়তে নারাজ তাঁরা৷

মানবিক আবেদন থেকে শুরু করে জেহাদি আন্দোলন কোনটাই বাদ যায়নি৷ রাজধানী আগরতলা শহরের পথে ঘাটে আন্দোলনের বহু নজির রয়েছে৷ তারপরও তাদের আশা যে চাকরি ফিরে পাবেন আইনি জটিলতা কাটিয়ে৷ এই আশাতেই একের পর এক এসএলপি করা হচ্ছে আদালতে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?