উদয়পুর, ১৯ ডিসেম্বর।। গত বেশকিছু দিন ধরে গোমতী জেলার উদয়পুর নবোদয় বিদ্যালয়ের বেশ কয়েক জন ছাত্রছাত্রী বিদ্যালয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে এিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের চিকিৎসক ডা: দেবাশীষ পাল জানান গত শনিবার রাত থেকে জহর নবোদয় বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী হঠাৎ করে জ্বর বমি ও ডায়রিয়ার আক্রান্ত হয়ে পড়ে। রবিবার সকাল থেকে বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে জানা যায়।
পরবর্তী সময়ে অভিভাবকরা যে যার মতো করে ছেলেমেয়েদের চিকিৎসা শুরু করেন। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা বেশি অসুস্থ তাদের মধ্যে কয়েক জনকে উদয়পুর এিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তারমধ্যে বেশ কয়েক জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। জানা যায় প্রায় পঁচিশ জন ছাত্রছাত্রী বিদ্যালয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেও প্রশাসনিক ভাবে কাউকে জানায়নি বিদ্যালয় কতূপক্ষ।
মঙ্গলবার সকালে গিয়েও দেখা যায় উদয়পুর মহকুমা হাসপাতালে কয়েক জন ছাএছাত্রী চিকিৎসাধীন। এদিকে কর্তব্যরত চিকিৎসক ডা: দেবাশীষ পাল জানান খাবার থেকে নতুবা জল কিংবা মাছ খাবার থেকে ও ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। তবে তিনি জানান সমস্থ ঘটনা জেলা স্বাস্থ্য আধিকারিক এবং মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিককে জানানো হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ে গিয়ে এর সঠিক তদন্ত করে দেখা উচিত বলে অভিভাবকদের দাবি।