আগরতলা, ৯ ডিসেম্বর।। ত্রিপুরার প্রয়াত প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের কৃতিত্ব ভুলে গিয়েছে বর্তমান বিজেপি সরকার৷ এটা অত্যন্ত দুর্ভাগ্যের বলে মন্তব্য করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা৷ মূলতঃ শনিবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় পোস্ট অফিস চৌমুহনীত প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের ২৩ তম প্রয়াণ দিবস পালন করা হয়৷
সেখানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রদেশ কংগ্রেস সভাপতি এই অভিমত ব্যাক্ত করেছেন৷ এদিন কংগ্রেস ভবনের সামনে ত্রিপুরার প্রয়াত প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান পিসিসি সভাপতি সহ দলের অন্যান্য নেতৃত্বরা৷ পিসিসি সভাপতি জানিয়েছেন, বাংলাদেশ তথা পূর্ববঙ্গ থেকে আসা বহু শরণার্থীকে ত্রিপুরায় আশ্রয় দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ৷
ত্রিপুরায় শরণার্থীদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন৷ কিন্তু, তাঁর এই অবদানের কথা বেমালুম ভুলে গিয়েছে বর্তমান বিজেপি সরকার৷ ত্রিপুরার উন্নয়নে শচীন্দ্র লাল সিংহ পথ দেখিয়েছিলেন বলে দাবি করেন পিসিসি সভাপতি আশীষ কুমার সাহা৷