তেলিয়ামুড়া, ৮ ডিসেম্বর।। পনের বছর ধরে বেহাল রাস্তা। সমস্যায় ভোগছেন এলাকবাসী। সারাইয়ের উদ্যোগ নেই। দ্রুত সংস্কারের দাবী তুলেছেন গ্রামবাসীরা। খোয়াই জেলার তেলিয়ামুড়া ব্লকের অধীন তুইচিন্দ্রাই পঞ্চায়েত এলাকায় কলোনি সংলগ্ন এলাকার বাসিন্দারা দীর্ঘ কয়েক বছর ধরে একমাত্র চলাচলের রাস্তাটির সংস্কারের দাবী করে আসছিল। অথচ তাদের দাবী কারোর নজরে আসেনি আজ পর্যন্ত। ফলে চলাচলের অযোগ্য রাস্তা দিয়েই দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে চলাচল করতে বাধ্য হচ্ছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, বাম আমল থেকেই তারা এই রাস্তা সারাইয়ের জন্য স্থানীয় পঞ্চায়েতে দাবী করে আসছিল। কিন্তু তাদের দাবী আজও পুরণ হয়নি। ফলে এই রাস্তায় চলাচল করতে নিত্যদিনই অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা। অসুস্থ রোগী থেকে শুরু করে ছাত্র ছাত্রী এবং এলাকার বয়ষ্ক নাগরিকরা প্রতিদিন ছোট বড় দূর্ঘটনাগ্রস্ত হচ্ছে বলেও জানায় এলাকার জনগণ। এছাড়াও এই রাস্তায় একটি ফুট ব্রিজ রয়েছে যা বাঁশের তৈরি। সেটাও প্রায় ১৫ বছর যাবৎ একই অবস্থায়।
শুখা মরশুমে কোনও প্রকার মেরামত করে এলাকার জনগণ চলাচল করে পারাপার করে থাকলেও বর্যাকালে একেবারেই অযোগ্য হয়ে পরে। জরাজীর্ণ এই ফুট ব্রিজটিকে স্থায়ী ভাবে করে দেওয়ার দাবী তুলেছিল বিগত সরকারের আমল থেকেই। বিগত বাম সরকারের আমলে কেও তাদের দাবী শুনেনি। জানা যায় সরকার পরিবর্তন হওয়ার পর এই ফুট ব্রিজটিকে স্থায়ী ভাবে করার উদ্যোগ নেওয়া হয়। সেই মোতাবেক কাজের বরাতও দেওয়া হয়েছিল তেলিয়ামুড়া আর ডি দপ্তরকে। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে থমকে রয়েছে এই ফুট ব্রিজ নির্মানের কাজ। ফলে সমস্যায় পরে এলাকবাসীরা ক্ষোভ উগড়ে দেন। তাদের দাবী অতি দ্রুত যেন রাস্তা সংস্কার করা হয় এবং বন্ধ হয়ে থাকা ফুট ব্রিজের কাজ যেন সম্পন্ন করা হয়।