কমলপুর, ৫ ডিসেম্বর।। চারদিন ধরে নিখোঁজ মেয়ে৷ দুঃশ্চিন্তায় রয়েছেন মা৷ থানায় মিসিং ডায়রী করার পরও কোন সন্ধান দিতে পারেনি পুলিশ৷ এই অবস্থায় উপায় না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন উদ্বিগ্ণ মা৷ নিখোঁজ ছাত্রীর নাম কোয়েল ঘোষ৷ বাড়ি ধলাই জেলার কমলপুরে নোয়াগাঁও এলাকায়৷
নিখোঁজ ছাত্রীরর মা মঙ্গলবার জানিয়েছেন, শনিবার সকাল থেকে মেয়ে কোয়েল নিখোঁজ৷ আগরতলায় একটি ভাড়া বাড়িতে অন্য সহপাঠীদের সাথে থাকে কোয়েল৷ শনিবার মা কমলপুরের নোয়াগাঁও বাড়ি থেকে মেয়ের মোবাইলে কল করে৷ যোগাযোগ না হওয়ায় এক সহপাঠীর মোবাইলে কল করে জানতে পারেন কোয়েল ভাড়াবাড়িতে মোবাইল রেখে ইকফাই কলেজে গিয়েছে৷ সকাল থেকে সন্ধ্যা, রাত হয়ে গেলেও ভাড়াবাড়িতে ফিরেনি কোয়েল৷ পরদিন সকাল দশটা পর্যন্ত অপেক্ষা করার পর কোয়েলের মা আগরতলায় আসেন৷ ওই সহপাঠীর সাথে কথা বলেন এবং পরে পূর্ব আগরতলা মহিলা থানায় একটি মিসিং ডায়রি করেন৷ রবিবার মিসিং ডায়রি করা হয়েছে৷ মঙ্গলবার বিকাল পর্যন্ত কোয়েল ঘোষের কোন সন্ধান দিতে পারেনি পুলিশ৷ কোয়েলের মা জানিয়েছেন, তাঁর মেয়ে মোবাইল রেখে গিয়েছে৷ মোবাইল থেকে সিমকার্ড খুলে নিয়ে গিয়েছে৷
এদিকে, এই ঘটনায় পুলিশও কোন ক্লু বের করতে পারছে না৷ আশঙ্কা করা হচ্ছে কোয়েল পরিকল্পনামাফিক পালিয়েছে৷ যদি তা না হত তাহলে মোবাইল ঘরে রেখে সিম খুলে নিয়ে যেত না৷ তার মানে স্পষ্ট হয়ে যাচ্ছে যাতে পুলিশ মোবাইল ট্রেক না করতে পারে৷ অত্যন্ত সুকৌশলে কোয়েল পালিয়েছে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল৷ ধারণা করা হচ্ছে প্রণয় সংক্রান্ত কোন বিষয় কোয়েল ঘোষের রহস্যজনক নিখোঁজের পেছনে থাকতে পারে৷