সাময়িক যুদ্ধবিরতি শেষে এবার দক্ষিণ গাজাও গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী

অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। সাময়িক যুদ্ধবিরতি শেষে এবার দক্ষিণ গাজাও গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। তারা সেখানকার লোকজনকে আরও দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।এরই মধ্যে গাজায় হামলা যতদিন অব্যাহত থাকবে ততদিন বন্দী-বন্দী বিনিময় আলোচনা হবে না বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার ডেপুটি প্রধান সালেহ আল আরোরি। খবর আল জাজিরা।

তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে এখন আর কোনও আলোচনা হবে না। আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত বন্দি বিনিময়ও হবে না।তিনি আরও বলেন, ইসরায়েল বলছে, গাজায় এখনও নারী ও শিশুদের আটকে রাখা হয়েছে, কিন্তু আমাদের সব বন্দিকে মুক্তি দেওয়া না হলে আমরা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করব না।হামাস- ইসরায়েল যুদ্ধবিরতিতে ৭ম দিনের পর নতুন অগ্রগতি না হলে আবারও গাজায় পূর্ণমাত্রার হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় গাজার উত্তরাঞ্চল ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বর্তমানে ইসরায়েলি বোমার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে শরণার্থী শিবির, যার ফলে গাজার বাদবাকি হাসপাতাল গুলোকে সক্ষমতার ৫-৬ গুণ বেশি রোগীর চাপ সামলাতে হচ্ছে। শনিবার ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় ৪০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?