উদয়পুর, ৩০ নভেম্বর।। মাটি চাপায় মৃত্যু হল এক শ্রমিকের৷ মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরের শালগড়ার আমতলী এলাকায়৷ মৃত শ্রমিকরে নাম কালচার আহমেদ৷ বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
জানা গিয়েছে, অন্যান্যদিনের মতো বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান কালচার আহমেদ৷ আমতলী এলাকায় মাটি কাটার কাজ করছিলেন কালচার৷ দুপুর বারোটা নাগাদ মাটি কাটার সময় হঠাৎ টিলার উপর থেকে মাটি ধসে পড়ে কালচালের উপর৷ সেখানে উপস্থিত শ্রমিকরা চিৎকার চেচামেচি শুরু করেন৷
খবর দেয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ শ্রমিকরা দ্রুত মাটি সরিয়ে কালচারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে৷ ততক্ষণে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং গুরুতর আহত অবস্থায় কালচার আহমেদকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে কালচার আহমেদ মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ পরে খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ৷ কালচার আহমেদের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷