স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ অক্টোবর।। হঠাৎ করে পেঁয়াজের দাম কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে রাজধানী আগরতলা শহর সহ আশেপাশের বাজারগুলিতে। পেঁয়াজের খুচরো মূল্য সোমবার ছিল ৭০ টাকা প্রতি কেজি। লক্ষ্মীপূজোর আগে পঞ্চাশ টাকা প্রতি কেজি বিক্রি হয়েছিল। গত দুইদিনে পেঁয়াজ প্রতি কেজি কুড়ি টাকা বৃদ্ধি পাওয়ায় ক্রেতা সাধারণের মধ্যে রীতিমতো বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
আগরতলা শহরের প্রধান বাজার বলে পরিচিত মহারাজগঞ্জ বাজারে সোমবার খোঁজ নিয়ে জানা গিয়েছে প্রতি কেজি পেঁয়াজের দাম ৬০-৭০ টাকা। তবে কেন পেঁয়াজের দাম ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে সে ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি ব্যবসায়ীরা। তাদের বক্তব্য পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় মুনাফার পরিবর্তে লোকসানের মুখ দেখতে হচ্ছে। কারণ, পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতা সাধারণ পরিমানে অল্প নিচ্ছে। তাতে পেঁয়াজের মজুত বেড়ে যাচ্ছে এবং পচন ধরছে।
এদিকে, পূজোর কয়েদিন এবং লক্ষ্মীপূজো সহ রবিবার ছুটির দিন থাকায় সরকারি অফিস বন্ধ ছিল। তাই খাদ্য দপ্তরের তরফ থেকে বাজারগুলিতে অভিযান চালানো হয়নি। ফলে ব্যবসায়ীরা মর্জিমাফিক দাম বাড়িয়ে দিয়েছেন পেঁয়াজের। সোমবার যেহেতু বাজার জমে উঠছে তাই আগামীকাল থেকে হয়তো দপ্তরের কর্মকর্তারা এই ব্যপারে নজরদারী চালাবেন বলে আশা করছেন ক্রেতা সাধারণ।