স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ অক্টোবর।। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশের রেলের ৬জন স্টাফ নিয়ে বাংলাদেশের গঙ্গাসাগর নব নির্মিত রেলওয়ে স্টেশন থেকে ৫টি বগি নিয়ে একটি ট্রায়াল ট্রেন আগরতলা নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করে। পরীক্ষামূলক ট্রেনটি চালিয়ে নিয়ে আসেন মোঃ মজিবুর রহমান (এল.এম) ও মোঃ রোকন মিয়া (এ.এল.এম)। ট্রেনটিতে পরিচালক (গার্ড) দায়িত্বে ছিলেন মোঃ আব্দুর রহিম ও রবিন মজুমদার। এছাড়া বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী লিয়াকত আলী, বাংলাদেশ রেলওয়ের কমার্শিয়াল পরিদর্শক মহিউদ্দিন পাটোয়ারী ট্রেনে থেকে পর্যবেক্ষণ করেন।
এরআগে চলতি বছরের গত ১৪ সেপ্টেম্বরের প্রথম ট্রায়াল রান বা ট্রেন চলে বহুল কাঙ্ক্ষিত আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথে।
পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হওয়ায় আগামী পহেলা নভেম্বর বুধবার দুই দেশের প্রধানমন্ত্রী রেলপথটির উদ্বোধন করা হতে পারে বলে জানা গিয়েছে। উদ্বোধনের পর প্রথম দিকে পণ্যবাহী ট্রেন এবং পরবর্তীতে যাত্রীবাহী ট্রেনও চালানো হবে এই রুটে।
প্রথমবারের মতো বাংলাদেশর ট্রেন নিয়ে নিশ্চিন্তপুরে এসে আবেগাপ্লুত হয়ে ট্রেন চালক মোঃ মজিবুর রহমান বলেন, একজন চালক হিসেবে প্রথম বারের মতো আমাদের ৬জন স্টাফ নিয়ে ত্রিপুরায় প্রবেশ করছি।
আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের বাংলাদেশ অংশের প্রকল্প পরিচালক মো. আবু জাফর মিয়া জানান, এখন উদ্বোধনের জন্য প্রস্তুত আছে রেলপথটি। দুই দেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে এই মেগা প্রকল্পটি উদ্বোধনের কথা রয়েছে।
টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি ম্যানেজার শরৎ শর্মা বলেন, প্রকল্প, কাস্টমস ও ইমিগ্রেশন ভবনের কাজ প্রায় শেষের দিকে। উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত আছে রেলপথ। এই রেলপথে ৭৯ কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে। এই রেলপথ চালু হলে দুই দেশের অর্থনীতির নতুন দ্বার উম্মোচন হবে এমনটা ধারণা স্থানীয় মানুষের।