স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ অক্টোবর।। বৃহস্পতিবার এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী প্রিপেইড অটোরিক্সা চালকদের মধ্যে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ করেন। পরিবহণ দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ২৪৮ জন প্রিপেইড অটো চালককে এই ইউনিফর্ম দেওয়া হয়েছে। ৩০০ জন প্রিপেইড অটো চালককে ইউনিফর্ম দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতিবছর দুর্গাপূজার আগে এই ইউনিফর্ম দেওয়া হবে।
অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী বলেন, আগরতলার এমবিবি বিমানবন্দর উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ব্যস্ততম ও সুন্দর বিমানবন্দর। এই বিমানবন্দর দিয়ে প্রতিদিন দেশ-বিদেশের পর্যটকগণ ছাড়াও অনেক নাগরিক যাতায়াত করেন। বিমানে করে আসা যাত্রীদের সাথে প্রিপেইড অটো চালকদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে। তাহলেই দেশ-বিদেশের পর্যটক ও নাগরিকদের কাছে রাজ্যের সুনাম বাড়বে।
মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন, পরিবহণ পরিষেবার উপর পর্যটন শিল্পের বিকাশ নির্ভর করে। প্রিপেইড অটো চালকরা যে এয়ারপোর্টের যাত্রী পরিবহণের কাজে যুক্ত তা চিহ্নিত করতেই প্রিপেইড অটো চালকদের ইউনিফর্ম দেওয়া হচ্ছে। এমবিবি বিমানবন্দরে রোজ কুড়িটি বিমান অবতরণ করে। কুড়িটি বিমান ফিরে যায়। আগামীদিনে এই বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ পাবে। যাত্রীদের সুরক্ষায় বিমানবন্দরে ৬ জন আপদা মিত্র নিয়োগ করা হয়েছে। সরকার প্রিপেইড অটো চালকদের জন্য স্বাস্থ্য বীমার ব্যবস্থা করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা। তিনি বলেন, এমবিবি বিমানবন্দর থেকে ট্যাক্সি চালানোর জন্য ৯ জন ট্যাক্সি চালককে বাণিজ্যিক পারমিট দেওয়া হয়েছে। তাছাড়াও বক্তব্য রাখেন আইজিপি সৌমিত্র ধর, পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার ও পুলিশ সুপার (ট্রাফিক) মানিকলাল দাস। উপস্থিত ছিলেন সিআইএসএফ-এর ডেপুটি কমানডেন্ট ধরম বীর। অনুষ্ঠানে অতিথিগণ প্রিপেইড অটোচালকদের হাতে পোশাক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কে সি মিনা। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবহণ দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী।