স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ অক্টোবর।। আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরবাসীর সুবিধার জন্য শহরের বিভিন্ন জায়গায় পাব্লিক টয়লেট তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার রাধানগরে এরকম দুটি এবং রাধানগর কাঠালতলীতে একটি টয়লেট জনগণের ব্যবহারের উদ্দেশ্যে উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। মেয়র ছাড়া উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর সান্তনা সাহা সহ অন্যান্যরা।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে জনগণের জন্য সবগুলি খুলে দেওয়া হয়। প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে একটি করে টয়লেট তৈরি করা হচ্ছে।তিনটি টয়লেট উদ্বোধন করে মেয়র বলেন, আগরতলা পুর নিগম এলাকায় যেখানে প্রয়োজন এ ধরণের পাব্লিক টয়লেট সেখানেই তৈরি করা হচ্ছে।স্বচ্ছ ভারত মিশনের অন্তর্ভুক্ত এরকম টয়লেট তৈরি করা হচ্ছে। শহরের কোন জায়গায় যেন কাঁচা শৌচালয় যাতে না থাকে এজন্য এরকম ব্যবস্থা করা হচ্ছে। পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখার জন্য এ ব্যবস্থা বলেও জানান তিনি।