স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ অক্টোবর।। ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস দিয়ে ত্রিপুরায় প্রবেশ করল শতাধিক শূকর। ত্রিপুরা সরকারের কড়া নির্দেশ বহিঃরাজ্য থেকে শুকর এই রাজ্যে প্রবেশ করতে পারবে না। কারণ বহিঃরাজ্যের শূকরগুলির মধ্যে যে রোগের সংক্রমণ রয়েছে তাতে আক্রান্ত হলে রাজ্যের শুকর ফার্মগুলি ধ্বংস হয়ে যাবে। কিন্তু দিল্লি থেকে আগত ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে ১০০ এর উপরে শূকর রাজ্যে প্রবেশ করল। খবর পেয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর তথা এআরডিডির ডেপুটি ডাইরেক্টর ড: রাধেশ্যাম দাস প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন এবং আরপিএফ এর সাথে যোগাযোগ করেন। কিন্তু সময় কম থাকার কারণে শূকরগুলি আগরতলায় চলে যায়।
তিনি জানান আগরতলা যাওয়ার পর এই শূকর আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বহিঃরাজ্য থেকে শূকর আমদানি পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু রেলে করে শূকর আমদানির অভিজ্ঞতা আগে কখনো হয়নি। এই প্রথমবারের মতো রেলে করে রাজ্যে শূকর আমদানি হন। বহিঃরাজ্যে শূকরের মধ্যে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ দেখা দিয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী বহিঃরাজ্য থেকে এখন কোন শূকর আনা হলে সেগুলিকে পুশ ব্যাক্ করে দেওয়ার নিয়ম রয়েছে। এদিকে যারা সরকারি ঋণ গ্রহণ করে শূকরের ফার্ম চালাচ্ছেন তারা রাজ্যে এইভাবে শূকর আমদানিতে আতঙ্কিত হয়ে পড়েছে। যদি কোন ভাবে সেই শূকরগুলি থাকে তাদের ফার্মের শূকর সংক্রামিত হয় তাহলে মড়ক লেগে যাবে এবং ব্যবসায়ীরা ঋণের টাকা দিতে না পেরে পথে বসে যাবে। উল্লেখ্য সরকারি ঋণ গ্রহণ করে অনেকেই এই রাজ্যে শূকর পালনের মাধ্যমে স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে চলেছে।