স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৯ অক্টোবর।। হাতে গোনা আর কয়েক দিন পরেই বাঙালির সর্ব শ্রেষ্ঠ পার্বন দূর্গা পূজা শুরু হতে যাচ্ছে। কিন্তু উদয়পুর মহকুমা এলাকায় পূজো কমিটি গুলো এখনও ঠিক মতো কাজ শুরু করতে পারছে না কারন বাধা হয়ে দাঁড়িয়েছে বূষ্টি। এরই মধ্যে উদয়পুর বাজার সার্বজনীন দুর্গোৎসবকে সামনে রেখে কাজ শুরু করে দিয়েছে। পূজা কমিটির সম্পাদক চন্দন পাল, কমল জিৎ সাহা ও গৌতম চক্রবর্তী জানান ৬৩ বছরে এ পূজো পদার্পণ করতে যাচ্ছে। এই পূজোকে সার্বিক ভাবে ফ্লাওয়াস ক্লাব সহযোগিতা করে আসছে।
এবছরের বাজেট ৩২ লাখ টাকা। থিম হচ্ছে মাটির ঘরে মা। প্রতিমা তৈরি করছেন নবদ্বীপের রমেন পাল ও রনজিত পাল। মন্ডপ সজ্জায় মা মনসা ডেকোরেটর। আলোক সজ্জায় পনচানন দেবনাথ ও শ্রীরূপ ডেকোরেটর। পূজোর চারদিন ভারত বিখ্যাত কলকাতার মহিলা ঢাকিদের নিয়ে আসা হচ্ছে। তারা পূজোর কয়েকদিন ঢাক বাজিয়ে মন জয় করবেন পূজা দেখতে জনগনকে। পঞ্চমীর দিন রাজ্যর অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এই পূজোর উদ্বোধন করবেন। থাকবে শ্রমিকদের মধ্যে বস্ত্র বিতরণ সহ নানা সামাজিক কর্মসূচী। এছাড়া ও পূজোর কয়েকটা দিন ধরে থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। নবমীর দিন থাকবে অন্নভোগের আয়োজন। পূজো কমিটি সরকারি সমস্ত নিয়মনীতি মেনে কাজ করে চলেছে।
এদিকে, ৫৮ বছরে পা রাখল দেশবন্ধু সংঘ। উদয়পুর – কাকড়াবন সড়কের পাশে কাঁকড়াবন হাসপাতাল চৌমুহনী এলাকায় রয়েছে এই ক্লাবটি। বহু সামাজিক কাজের সাথে দীর্ঘ দিন ধরে নিয়োজিত রয়েছে এই ক্লাব। এই বছর ক্লাবের ৫৮ বছর পূর্তি হল। মৃৎশিল্পী মেলাঘরের নিদুরুদ্র পাল। প্যান্ডেল ও আলোকসজ্জায় সঞ্জয় ঘোষ। পূজা কমিটির সভাপতি বীর লাল দাশ ও সম্পাদক নেপাল দেবনাথ জানান পঞ্চমীর দিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এই পূজার উদ্বোধন করবেন। থাকবেন বিধায়ক অভিষেক দেবরায় ও বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ বিশিষ্ট সমাজসেবীরা। পূজার চারদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অষ্টমীর দিন থাকবে অন্নভোগের আয়োজন। এবারের পূজার থিম হচ্ছে দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে। পূজোর চারদিন থাকবে নেশা বিরোধীর আলোচনা, থাকবে গরীবদের মধ্যে বস্ত্র বিতরণ।