মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির অস্থায়ী কমিটি ও মৎস্য ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ অক্টোবর।। রাজধানী আগরতলা শহরের বটতলার পর মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির কমিটি গঠনেও ভূমিকা নিল সরকার। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হলে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি করে স্বপন কুমার পালকে কনভেনার সহ ৭ সদস্যবিশিষ্ট এক অস্থায়ী কমিটির ঘোষণা দিলেন মেয়র দীপক মজুমদার। সোমবার কর্পোরেটর রত্না দত্ত, বরদোয়ালী মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ বাজারের সদস্যদের উপস্থিতিতে মেয়র নতুন অস্থায়ী কমিটির ঘোষণা দেয়।

পরবর্তীতে মৎস্য ব্যাবসায়ী সমিতি মহারাজগঞ্জ বাজার (দাস পট্টি) নতুন কমিটির ও ঘোষণা দেন মেয়র দীপক মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত, সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্য বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ১৯ সদস্য বিশিষ্ট ওয়ার্কিং কমিটির ঘোষণা দেন মেয়র।

নতুন কমিটিতে সুবীর দাস সভাপতি এবং ভবতোষ দাসকে সম্পাদক করা হয়। প্রতিটি বাজার কমিটির কর্মকাণ্ড মুখ্যমন্ত্রী নজরে রাখতেন ফলে কোন বাজার কি রকম চলছে তা তিনি জানতেন। সরকার পক্ষে যেন কাজ করে এরকম লোকদের নিয়েই প্রতিটি বাজার কমিটি গঠন করা হচ্ছে বলে গুঞ্জন। এখন দেখার পরবর্তী কোন বাজার কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয় দুর্গা চৌমুহনী , লেক চৌমুহনী না মঠ চৌমুহনী। মেয়র দীপক মজুমদার আশা প্রকাশ করেন বাজার কমিটিগুলি নিজেদের স্বার্থ দেখার পাশাপাশি ক্রেতাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও নজর রাখবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?