সাহিত্যে নোবেল বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম ও বেশি বয়সে পুরস্কার পেয়েছেন যাঁরা

অনলাইন ডেস্ক, ৫ অক্টোবর।। ১৯০১ সাল থেকে ২০২২ সালের মধ্যে সাহিত্যে ১১৫টি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯১৪, ১৯১৮, ১৯৩৫, ১৯৪০, ১৯৪১, ১৯৪২ এবং ১৯৪৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়নি।এখন পর্যন্ত চারবার সাহিত্যে নোবেল পুরস্কার দুইজনের মধ্যে ভাগাভাগি হয়েছে। তবে কাউকেই একাধিকবার সাহিত্যে নোবেল দেওয়া হয়নি। এ পর্যন্ত ১৭ জন নারী সাহিত্যে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেয়েছেন।

সাহিত্যে নোবেল বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সে পুরস্কার পেয়েছেন ইংরেজ সাহিত্যিক রুডইয়ার্ড কিপলিং। ‘দ্য জঙ্গল বুক’-এর জন্য পরিচিত এই লেখক নোবেল পুরস্কার পেয়েছিলেন মাত্র ৪১ বছর বয়সে। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার পান ডরিস লেসিং। ২০০৭ সালে তিনি যখন নোবেল পুরস্কার পান তার বয়স ৮৮ বছর।পুরস্কারের ইতিহাসে এখন পর্যন্ত দুইজন নোবেল প্রত্যাখ্যান করেছেন। এর মধ্যে একজন রুশ সাহিত্যিক বরিস পাস্তের্নাক। ১৯৫৮ সালে তাকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। অপরজন ফরাসি দার্শনিক, নাট্যকর জাঁ পল সার্ত্রে। ১৯৬৪ সালে তিনি পুরস্কারটি প্রত্যাখান করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?