স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ অক্টোবর।। আগরতলায় এনএসআরসিসিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ন্যাশনাল ক্যাডেট কোর্স তথা এনসিসির বার্ষিক প্রশিক্ষণ শিবির। এই দশ দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন এনসিসির শিলচর গ্রুপের ডেপুটি গ্রুপ কমান্ডার। প্রায় চারশ এনসিসি ক্যাডেট এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
জানা গিয়েছে, এই প্রশিক্ষণ শিবিরে ক্যাডেটদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ব্যক্তিত্ব বিকাশ, গ্রুপ ডিসকাশন থেকে শুরু করে দক্ষতা বিকাশের মত বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসির এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে ডেপুটি গ্রুপ কমান্ডার জানিয়েছেন তিনি ক্যাডেটদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।পাশাপাশি তিনি জানান, শিলচর ডিভিশনে প্রায় ২৫ হাজার ক্যাডেট রয়েছে। এনসিসির মাধ্যমে তাদের ব্যক্তিত্ব ও দক্ষতা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে কর্মজীবন গঠনেও নানা ধরনের বিষয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।