স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ অক্টোবর।। নেশা সামগ্রী বিকিকিনি নিয়ে প্রকাশ্যে রাজধানী আগরতলা শহরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে দাবি করল পুলিশ। দুই ছিনতাইবাজ সহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সদরের এসডিপিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন বুধবার আগরতলা শহরের রাধানগর এলাকায় যে ছিনতাইয়ের ঘটনটি ঘটেছিল সেটি মূলত নেশা সামগ্রী বিকিকিনি নিয়েই।
এসডিপিও জানিয়েছেন, বুধবার দুপুরে রাধানগর এলাকায় সফিকুল ইসলাম নামে এক যুবক চিৎকার চেচামেচি করে বলে যে তার কাছ থেকে নগদ ছয় হাজার টাকা ছিনতাই করা হয়েছে। দুই যুবক তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে গিয়েছে। ওই ছিনতাইয়ের অভিযোগ পুলিশকে দিতে আসলে সফিকুলের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় পুলিশ জোর জিজ্ঞাসাবাদ শুরু করে সফিকুলকে। তখনই বেরিয়ে আসে প্রকৃত ঘটনা।
পুলিশ জানিয়েছে, সফিকুল স্বীকার করেছে যে তারা নেশা সামগ্রী বিকিকিনির সাথে জড়িত। যে দুই যুবক তাকে মারধর করেছে তারা হল অরূপ ত্রিপুরা এবং শুকলাল ঋষিদাস। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। সফিকুল স্বীকার করেছে যে তার কাছ থেকে কোন টাকাপয়সা ছিনতাই করা হয়নি। মূলতঃ ব্রাউন সুগার কিনেছিল সে ওই দুই যুবকের কাছ থেকে। পাঁচশ টাকা দেয়ার পর তারা আরও টাকা দাবি করেছিল। এনিয়ে বচসা হয় এবং মারধরের ঘটনা। পুলিশ ওই তিন যুবকের কাছ থেকে কিছু ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নেয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।