রাজস্থানকে দেশের উন্নয়নের ইঞ্জিনে পরিণত করতে বদ্ধপরিকর বিজেপি : নরেন্দ্র মোদী

অনলাইন ডেস্ক, ৫ অক্টোবর।। রাজস্থানকে দেশের উন্নয়নের ইঞ্জিনে পরিণত করতে বদ্ধপরিকর বিজেপি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজস্থানের যোধপুরে একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আজ যোধপুর ও মারওয়াড়ের মানুষজন একসঙ্গে বেশ কিছু উপহার পেয়েছেন। সেই উপহারগুলির মধ্যে একটি আমি দিল্লি থেকেই করে এসেছি। গতকাল বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, উজ্জ্বলার মহিলা সুবিধাভোগীরা ৬০০ টাকায় এলপিজি সিলিন্ডার পাবেন।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি নিশ্চিত এর মাধ্যমে আপনারা সমস্ত বোনেরা আরও উৎসাহের সঙ্গে উৎসব পালন করতে পারবেন। বিজেপি সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবে রাজস্থানের ৭০ লক্ষ পরিবার। এই সিদ্ধান্ত রান্নাঘরকে ধোঁয়ামুক্ত করার জন্য আমাদের অভিযানকে আরও জোরদার করবে।”

প্রধানমন্ত্রী আরও বলেছে, “আপনাদের স্বাস্থ্যই বিজেপি সরকারের অগ্রাধিকার। একদিকে, আমরা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে চিকিত্সার সুবিধা দিচ্ছি। অন্যদিকে রেকর্ড সংখ্যক আধুনিক হাসপাতালও নির্মিত হচ্ছে।” প্রধানমন্ত্রীর কথায়, “বিজেপি সরকারের লক্ষ্য হল রাজস্থানকে পর্যটনে এক নম্বর রাজ্যে পরিণত করা।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “আমরা রাজস্থানের প্রতিটি কোণায় উন্নয়ন পৌঁছে দেব।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?