স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ অক্টোবর।। বিভিন্ন দাবী আদায়ে দূরদর্শন কেন্দ্র আগরতলার সামনে ধর্না প্রদর্শন করলেন প্রসার ভারতীর একাংশ কর্মচারীরা। জয়েন্ট অ্যাকশন ফোরাম অফ প্রসার ভারতী এমপ্লয়িজ সারা দেশেই আন্দোলন কর্মসূচি পালন করছে। এরই অঙ্গ হিসেবে এখানেও কর্মচারীরা ধর্না আন্দোলন সংগঠিত করেছেন বৃহস্পতিবার।
আন্দোলনকারীদের একজন বিদ্যুৎ মজুমদার জানিয়েছেন, প্রসার ভারতী অ্যাক্ট অনুযায়ী ২০০৭ সালের পর থেকে যারা চাকরি পেয়েছেন তারা বিভিন্ন অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পেনশন, গ্রুপ ইনসুরেন্স সহ নানা ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না।কর্মচারীরা এক অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছেন। এই ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্যই সারা দেশে এই আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে। তারা দাবী জানান যাতে তাদের কর্মজীবনে অর্থনৈতিক দাবীগুলি যথানীয় পূরণ করা হোক।