স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ অক্টোবর।। গরু চুরির মিথ্যা অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আসামির নাম বিপ্লব দাস ওরফে বিষ্ণু। তার বাড়ি চন্দ্রপুরে। পুলিশের দাবি বিপ্লবই ওই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড।পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২৯ জুন আগরতলার চন্দ্রপুর বলদাখাল এলাকার বাসিন্দা নন্দু সরকার নামে এক যুবককে গরু চুরির মিথ্যা অভিযোগ তুলে এলাকারই কয়েকজন সংঘবদ্ধভাবে ব্যাপক মারধর করে।
তাতে নন্দু সরকার গুরুতর আহত হয় এবং প্রাণ হারান। পরে এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড বলে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ এই মামলার তিন আসামিকে ঘটনার পরপরই বলদাখাল এলাকা থেকে গ্রেপ্তার করেছিল। বাকি আরও কয়েকজন আসামি ঘটনার পর থেকেই পালিয়ে আত্মগোপন করে।ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকান্ডের মাস্টারমাইন্ডকে সনাক্ত করে। তার নাম বিপ্লব দাস ওরফে বিষ্ণু। পুলিশ বিষ্ণুকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন সময়ে তল্লাসী চালিয়েছে নানা জায়গায়। কিন্তু সাফল্য আসেনি। অবশেষে মঙ্গলবার রাতে পুলিশ বিপ্লব দাস ওরফে বিষ্ণুকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে রিমান্ডের আর্জি জানিয়ে।